মিনু রহমান
বন্ধু আমার মন ভালো ণেই
ভালো ণেই বন্ধু
রাতের তারা ঝরে পড়ছে
মেঘ গুলো সব থমকে আছে
নদী বিষন্ন এক রুপ নিয়েছে
এ মন তার পিছু হাটছে ।
বন্ধু আমার মন ভালো ণেই
কেন জিয়ান কাঠি বদলে দিলে
কেন আমার ঘুম ভাঙালে-
দেখালে আমায় সুখের দিন
বাজালে স্মৃতির ভায়োলিন।
কেবল কেঁটে যায় অষ্টপ্রহর
তুমি, তোমাকে রাখ অনঢ়,
চলে গেল জীবনের কত বেলা
দেখালে তুমি লুকোচুরি খেলা।
বন্ধু আমার মন ভালো ণেই
কেউ যা জানেনা- তুমিতো সব জান
তবে প্রতিশ্রুতি ভাঙতে চাও কেন,
বিরহ জমেছে হৃদয়ের বাঁকে বাঁকে
তবু শুন্যবুক শুন্যতাকেই ডাকে,
নিবিড় হয়ে আছ তুমি এ অন্তমনে
আস পৃথিবীকে আবার সাঝাই দু’জনে
খরতাপের মাঝে লেনদেন রেখনা
কোনদিন আমি চোঁখ ফেরায়ে নেবনা।