প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের টেমাই গ্রামে ছোট ভাইয়ের ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা বেগম (৩০) কে প্রহার করেছে ভাসুর বজলু খান ও তার মেয়েরা। তাদের নির্যাতনে তাসলিমার গর্ভের সন্তান মারা গেছে। সে মৃত সন্তানকে অপারেশন করে বের করতে হয়েছে। তাসলিমা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ৩ মার্চ সোমবার পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানায়।
নির্যাতিতা তাসলিমা বেগম জানান, একই বাড়ির রানুজা বেগমের সাথে ভাসুর বজলু খান ও তার দুই মেয়ে পারভীন ও রুবির ঝগড়া হয়। এ ঝগড়ার সময় আমি ভাসুরের পক্ষে গিয়ে রানুজা বেগমের সাথে ঝগড়া না করায় বজলু খান ও তার দুই মেয়ে আমার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের আঘাতে আমি তাৎক্ষণিক রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে পড়ি। এরপর আমার স্বজনরা আমাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক ডাঃ আসমা আক্তার জানান, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তাসলিমার গর্ভে থাকা ৬ মাসের শিশুটি মৃত্যুবরণ করেছে। তাই অপারেশন করে তাসলিমার পেটের মৃত সন্তানকে বের করা হয়। তাসলিমার স্বামীর নাম আনোয়ার হোসেন। বর্তমানে তাসলিমা মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাসলিমার বড় ছেলে জানায়, আমার মা জেঠার পক্ষে কথা না বলায় আমার মাকে জেঠা মারধর করে। জেঠাত বোন পারভীন আক্তার ও রুবি আক্তারও আমার মাকে বেদমভাবে প্রহার করে। এ ব্যাপারে তাসলিমার বড় ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ করেছেন।