চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার প্রধান আসামী হামিদুর রহমান সোহাগ খান (৩৮) সোহাগ পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন। মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদুজ্জামানকে ফোনে ডেকে নিয়ে আসামীকে তার হাতে তুলে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
অপরদিকে এ ব্যাপারে গতকাল রাত ১০টায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ প্রধান আসামীর আটক নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন। এই মামলার অপর তিন আসামীকে মঙ্গলবার আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ, গত ১৮ মে রাতে কুমারডুগি নিজ বাড়িতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। রাতেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।