এম আর ফারজানা
মাটি পুড়ে ইট হয়
নদীর বুকে চর
ভাঙ্গা মনে কি
যায় বাঁধা ঘর ?
কাঁচ ভাঙ্গে সহজেই
ভাঙ্গে নদীর কূল
ভালোবেসে বুঝেছি
সেটা ছিল ভুল।।
ধূপ পুড়ে নীরবে
দুখে কাঁদে মন
হৃদয়ে থাকে শুধু
ব্যথা সারাক্ষণ ।।
মেঘ ঢাকে রোদ্দুর
চোখে আছে জল
প্রেমেতে দিলে ধোকা
করে গেলে ছল।।
বাতাসে উড়ে ধুলো
ঝরা পাতা ঝড়ে
বিশ্বাস হারালে
প্রেম যায় মরে ।।
ব্যথা দিয়ে চলে গেলে
দূর থেকে দূরে
তবুও আছো তুমি
বিরহের সুরে ।।
———.