প্রতিনিধি
নোয়াখালী জেলা থেকে ডিবি পুলিশ পরিচয় দেয়া ও দু� ছেলেকে অপহরণ করে বন্ধু মহল ক্লাবে এনে আটকে রাখায় চাঁদপুর শহরের চৌদ্দ কোয়ার্টার এলাকার শরীফ (৩০)কে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় তাকে আটক করার সময় তার প্রতিষ্ঠিত বন্ধুমহল ক্লাব থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী সংবাদকর্মীদের জানান, গতকাল সকালে কুলিবাগান এলাকার রিপন (১৪) ও শরীফ (১৩) নামে দু� ছেলেকে ওই ক্লাবে এনে আটকে রাখে ও মারধর করে। এক পর্যায়ে ওই ছেলেদের বাবা-মার কাছে ৪৫ হাজার টাকা দিলে ওদেরকে ছেড়ে দেবে বলে দাবি করে। এক পর্যায়ে রিপনের বাবা স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে মডেল থানা পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ বন্ধুমহল ক্লাব থেকে আটককৃত ছেলেদের উদ্ধার করার সময় সাথে থাকা মমিনুল নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ মমিনুলের খোঁজ খরব জানতে চাইলে তিনি জানান, তার বাড়ি নোয়াখালী জেলায়। রোববার রাতে একটি মাইক্রোবাস নিয়ে রামগঞ্জ থানার লক্ষ্মী নারায়ণপুর গ্রামে উপস্থিত হন ডিবি পুলিশের পরিচয়ে। চাঁদপুর থেকে চুরি করে শরীফ অনেকদিন আগে চোরাই সিএনজি স্কুটার বিক্রি করে। সে বিক্রির টাকা না পাওয়ায় মমিনুলকে নিয়ে আসে চৌদ্দ কোয়ার্টার বন্ধুমহল ক্লাবে। রোববার সারাদিন সেখানে তাকে আটকে রাখা হয়। জানা গেছে শরীফের বিক্রি করা চোরাই সিএনজি স্কুটারটির মালিককেও খুঁজে পাওয়া গেছে।
গতকাল সন্ধ্যায় অভিযানের নেতৃত্ব দেন মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুব মোল্লাসহ কয়েকজন এসআই। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে ছিলো হেমার, চাপাতি, টেঁটা, রামদা, জিআইপি পাইপসহ লোহার জিনিসপত্র। শরীফের আটকের খবর শুনে শহরের ব্যবসায়ীদের মধ্যে শান্তি নেমে আসে। প্রশাসনের কাছে তারা শরীফের সঠিক বিচার দাবি করেন।