সংবাদপত্র হচ্ছে গণমাধ্যমের অন্যতম বাহন। সাংবাদিকরা হচ্ছে এ মাধ্যমের অলংকার। সাংবাদিকতা একটি স্বচ্ছ ও মহান পেশা। কিন্তু এ মহান পেশাকে কলংকৃত করার জন্য এক শ্রেণির অসাধু নামধারী সাংবাদিক নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের পত্রিকা না থাকায় কোন জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে ভুয়া ই-মেইল আইডির মাধ্যমে মিথ্যা সংবাদ প্রেরণ করে এ জগন্য কাজ করে আসছে। এমন একটি সংবাদ গতকাল শুক্রবার চাঁদপুরের স্থানীয় দু’টি পত্রিকায় (চাঁদপুর প্রবাহ ও চাঁদপুর বার্তায়) সংবাদ প্রেরন করে ওই পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিকে বেকায়দায় ফেলে। এ ঘটনায় হাজীগঞ্জের সুশিল সমাজ, সাংবাদিক, পত্রিকার সম্পাদক ও পাঠকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে।
এ জগন্য ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে গতকাল শুক্রবার হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি শেখ তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাছানের পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি এস.এম চিশ্তী, কাজী হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, অর্থ ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, তথ্য গবেষণা ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম জসিম, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের মিস্বাহ, কার্যকরী সদস্য জহিরুল ইসলাম লিটন, খালেকুজ্জামান শামীম, কাজী মোরশেদ আলম, হাবিবুর রহমান, মহিউদ্দিন আল-আজাদ, আব্দুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ্ ও সাধারণ সদস্য গাজী মহিউদ্দিন প্রমূখ। সভায় হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সকল সদস্য এ মর্মে একমত হন যে, যারা এ জগন্য ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বরাবরে অভিযোগ দায়ের করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। এ ক্ষেত্রে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. আমির জাফরের সু-দৃষ্টি কামনা করছেন উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।