কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই বাজারে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ করে সার-কীটনাশক ও চাউলের দোকান পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের অধিবাসী মোসলেহ উদ্দিনের পুত্র শরীফ উদ্দিন গংয়ের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শরীফ উদ্দিন গং পার্শ্ববর্তী ব্যবসায়ী আব্দুল বারেক পাটওয়ারীর লিজকৃত জায়গায় দখলীয় দোকান ভূয়া স্ট্যাম্প তৈরি করে দখলের পাঁয়তারা করছে।
অভিযোগ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের অধিবাসী মৃত আব্দুল গনি পাটওয়ারীর পুত্র আব্দুল বারেক পাটওয়ারীর নামে ৪০নং তুলপাই -ফতেপুর মৌজার ১নং খাস খতিয়ানে ২০ বর্গ মিটার ভূমি ৯৮১দাগে (০৩-০৪ নং) অস্থায়ী দোকান লিজ প্রদান করা হয়। পরে আব্দুল বারেক পাটওয়ারী লিজসূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ওই স্থানে ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে আব্দুল বারেক পাটওয়ারী শারীরিক অসুস্থ্য হয়ে পড়লে পার্শ্ববর্তী দোকানদার মোসলেহ উদ্দিন ও তার পুত্র শরীফ উদ্দিন গং ভূয়া স্ট্যাম্প তৈরি করে ওই জায়গা দখলের চেষ্টা করে বলে দোকানের মালিক আব্দুল বারেক পাটওয়ারী দাবি করেন। এ ঘটনায় তৎকালীন সময়ে লিজ সূত্রে দোকান মালিক আব্দুল বারেক পাটওয়ারী বাদী হয়ে কচুয়া থানায় ভূয়া স্ট্যাম্পের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার নং ৩৬৫, তারিখ ১১-০২-১৪।
এ ব্যাপারে দোকান মালিক আব্দুল বারেক পাটওয়ারী ও তার পুত্র শাহিন পাটওয়ারী জানান, লিজে দোকান পাওয়া পর ওই দোকান শরিফ উদ্দিনদের কাছে ভাড়া দেয়া হয়। পরবর্তীদের শরিফ উদ্দিন গং ভূয়া স্ট্যাম্পের মাধ্যমে জাল স্বাক্ষর করে স্ট্যাম্প তৈরি করে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে দারাশাহী তুলপাই বাজারে মোসলেহ উদ্দিন গং সরকারি খালের বিশাল একটি অংশ দখল করে দেদারছে সার কীটনাশক ও চাউলের জমজমার ব্যবসা পরিচালনা করে আসছে। চাল ও কীটনাশক ব্যবসা একত্রে পরিচালনার নিয়ম না থাকলে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মোসলেহ উদ্দিন ও শরিফ উদ্দিন গং এ ব্যাবসা পরিচালনা করছে। এ ব্যাপারে মোসলেহ উদ্দিন ও শরীফ উদ্দিনের বক্তব্য জানতে তাদের ব্যাবহৃত মোবাইলে বার বার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।