চাঁদপুর: চাঁদপুর-মতলব-নোয়াখালি-ফরিদগঞ্জ-লক্ষীপুর এলাকা থেকে সহজ পথে ঢাকা যোগাযোগের বর্তমান সড়ক হচ্ছে মতলব-শ্রীরায়েরচর-দাউদকান্দি সড়ক। কিন্তু এই সড়কের দাউদকান্দি-গোয়ালমারীর কাছে গোয়ালমারী বাজার সংলগ্ন জরাজীর্ণ ব্রীজটি গতরাত ১০টার দিকে ভেঙ্গে গেছে। ফলে মতলব থেকে শ্রীরায়েরচার হয়ে যানবাহন চলাচল স¤পূর্ণ বন্ধ হয়ে গেছে। জানা যায়, গত রাতে একটি প্রাইভেটকার উঠলে ব্রীজটি ভেঙ্গে যায়।
জরাজীর্ণ থাকা ব্রীজের পাশে নির্মাণ হচ্ছে সড়ক বিভাগের তত্ত্বাবধানে নতুন ব্রীজ, যার কাজ শেষ হতে আরো কমপক্ষে মাস দেড়েক সময় লেগে যাবে বলে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহেদ হোসেন জানিয়েছেন। তিনি জানান, ভেঙ্গে যাওয়া ব্রীজটির স্থানে বিকল্প বেইলী ব্রীজ তৈরী হচ্ছে। যা নির্মাণ করতে কমপক্ষে ৫-৬দিন সময় লেগে যাবে। আজ বৃহ¯পতিবার থেকে এই ৬দিন মতলব-চিরারচর-দাউদকান্দি সড়ক দিয়ে সকল যানবাহন চলাচল না করতে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে এ সড়কের পরিবর্তে ঢাকা যাতায়াতের জন্য ঢাকা-কুমিল্লা-চাঁদপুর বা বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।