স্টাফ রিপোর্টার:
৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা সতস্ফুর্ত অংশগ্রহন না করে অনেক কেন্দ্রে ভোট প্রত্যাক্ষান করায় চাঁদপুরে জেলা ছাত্রদল মিষ্টি বিতরণ করে। গতকাল সোমবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল নেতা-কর্মীদের মিষ্টি খাইয়ে দেন।
এ সময় তিনি বলেন, দেশের জনগণ প্রহসনের ভোটার বিহীন নির্বাচন প্রত্যাক্ষান করেছে। সারা দেশে বহু কেন্দ্রে ভোটাররা ভোট দিতে না গিয়ে সরকারের এ নির্বাচনের প্রতিবাদ জানিয়েছে। আপনারা দেখেছেন অনেক কেন্দ্রেই ১টি ভোটও পড়েনি। এ ধরনের নজিরবীহিন নির্বাচন দেশের জনগণ অতীতে আর দেখেনি। আমরা ছাত্রদলের পক্ষ থেকে ভোট প্রত্যাক্ষান করায় দেশের সচেতন নাগরিকদের ধন্যবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন অলি আহমেদ চৌধুরী, মাহবুব খান মুন্না, সাইফুল ইসলাম, লিটন সরকার, জিয়াউর রহমান টিটু, কামরুর ইসলাম, ইউছুফ মিয়াজী, জিএম সেলিম, ইবনে মামুন, ওমর ফারুক, মোসলেহ উদ্দিন মাসুদ, সাদ্দাম হোসেন সবুজ, নাছির, আলী রাজা, মামুন, ইকবাল, শুভ, আদর, হান্নান, মাছুম, ফজলু, মাহবুব, ফরহাদ, তানিম, শাওন, মহসীন, জসিম ও সোহাগসহ ছাত্রদলের নেতা-কর্মী।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।