
গত শনিবার অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জিল্লুর রহমান জুয়েল সর্বমোট ৩৪ হাজার ৮শ’ ২৫ ভোট পান। আর বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি পেয়েছেন ৩ হাজার ৬শ’ ১৩ ভোট। এ নির্বাচনে মোট কেন্দ্র ছিলো ৫২টি। ভোট গণনা শেষে ফলাফলে দেখা গেছে যে, ৫২ কেন্দ্রেই জিল্লুর রহমান জুয়েল জয়লাভ করেছেন। এমনকি বিগতদিনে ভোটের হিসেবে যে দেখা যেতো বিএনপির ভোট ব্যাংক কেন্দ্র, সে সব কেন্দ্রেও জুয়েল বিপুলসংখ্যক ভোট পেয়েছেন। যেমন বাবুরহাট এলাকার দুটি কেন্দ্র, শিলন্দিয়া স্কুল কেন্দ্র, ৯নং ওয়ার্ডের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ আরো কিছু কেন্দ্র এলাকা বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। এসব কেন্দ্রেও জুয়েল বিএনপি প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন। এটাকে অবশ্য জিল্লুর রহমান জুয়েলের গ্রহণযোগ্যতারই ফলাফল দেখছেন বিশ্লেষকগণ।