স্টাফ রিপোর্টার:
গতকাল সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উজ্জ্বল ও জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি মোড় টাউন হল মার্কেটের নিচতলার গোল্ডেন সমবায় সমিতির পরিচালিত গোল্ডেন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ দোকানটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি ও ক্রয়ের সঠিক কোনো রসিদ দেখাতে পারেনি। তাছাড়া সাদা ও লাল চিনি, মশুর ডাল এবং ছোলার দাম মাত্রাতিরিক্ত রাখা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উজ্জ্বল পাশের ইব্রাহিমের মুদি দোকানে চিনির কেজি দর যাচাই করে দেখেন অনেক বেশি রাখা হচ্ছে গোল্ডেন বাজারে। ভোক্তা অধিকার আইনে এ গোল্ডেন বাজারে সকল পণ্যের দাম বেশি রাখা হচ্ছে প্রমাণিত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ১ দিনের সময় বেধে দেয়া হয়েছে পণ্যের দাম সঠিক রাখার জন্যে।