স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ হর্ণ ব্যবহার ও কাগজপত্রে ত্রæটি থাকায় ১০টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বঙ্গবন্ধুসড়কে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান। এ সময় গাড়ির কাগজপত্র যাচাই করেন দপুর বিআরটিএ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইন্সেপেক্টোর জিয়া উদ্দিন।
দপুর বিআরটিএ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইন্সেপেক্টোর জিয়া উদ্দিন জানান, মেয়াদ উর্ত্তীণ ফিটনেস, মেয়াদ উত্তীর্ণ রুট পারমিট, ইনসুরেন্স বিহীন ও নিষিদ্ধ হর্ণ ব্যবহার করায় একটি বোগদাদ বাসথেকে নিষিদ্ধ হর্ণ অপসারনসহ মোট ১০টি গাড়িতে মামলা করে ৫’হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুর বিআরটিএ সহকারি পরিচালক শেখ ইমরান জানান, নিষিদ্ধ হর্ণ অপসারন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ির বাস, ট্রাক, পিকাপভ্যান ও সিএনজির বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।