ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর পৌরসভাধীন খলিশাডুলি মটখোলায় গৃহবধুর কাছে টাকা ধারচেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক সামছুজাহান বেবী সহ তার স্বামী মোস্তফা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মুমূর্ষ অবস্থায় গৃহবধু আকলিমা বেগম (৩০) বর্তমানে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানা যায়, খলিসা ডুলির মনির মিজি তার স্ত্রী ও ৩ সন্তান নিয়ে দীর্ঘ ১ বৎসর মটখোলায় জনুগাজী মসজিদের কাছে বেপারী বাড়ির মোস্তফার ঘরে ভাড়াটিয়া হিসাবে থাকতেন। কিছু দিন পূর্বে মোস্তফার স্ত্রী বিষ্ণুপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক সামছুনাহার বেবী (৫০) ভাড়াটিয়া আকলিমার কাছে ৪০ হাজার টাকা ধার চায়। টাকা দিতে অপরাগতা স্বীকার করলে তাদেরকে ওই বাসা থেকে বেরকরে দেয়।
গত রোববার গৃহবধু আকলিমা তার ক্রয়কৃত সম্পত্তি বালু দিয়ে ভরাট করার জন্য ড্রেজার ব্যবসায়ী মানিক গাজীর বাড়িতে যায়। এই সময় স্বাস্থ্য কর্মী সামছুনাহার বেবী ও তার স্বামী জগন্নাথ বিশ্বাবিদ্যালয় কলেজের পিয়ন মোস্তফা ক্ষিপ্ত হয়ে গৃহবধু আকলিমার উপর হামলা চালায় ও তার তলপেটে লাথি মেরে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে সে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ দিকে কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক সামছুজাহান বেবী জানায়, তাদের বাসায় ভাড়া থাকা অবস্থায় আকলিমার স্বামী মনির গাজী বিদ্যুতের একটি সাব মিটার ঘরে লাগায়। সেই মিটারটি তাদের না দেয়ার কারণে আকলিমা বাড়ি ছেড়ে অন্য বাসায় ভাড়া নিয়ে লোকজনের কাছে সমালোচনা করে। এ নিয়ে তাকে জিজ্ঞাসা করায় এক পর্যায় এই হামলার ঘটনা ঘটে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।