চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মঠখোলা এলাকায় সিএনজি স্কুটার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার কালী ভাংতি এলাকার মনির গাজীর কন্যা হীরা আক্তার (২২), আবদুল ওহাব গাজীর পুত্র ইব্রাহিম (২০), মৃত রহিম আলী গাজীর পুত্র খোকা (৩২) ও তার স্ত্রী খুকি বেগম (২৫) এবং একই গ্রামের খোরশেদ (২৮)। ঘটনাটি ঘটেছে গতকাল ২১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় মঠখোলা মুকবধির স্কুল সংলগ্ন সড়কে।
প্রত্যক্ষদর্শী এবং আহতরা জানায়, তারা গতকাল সন্ধ্যায় কালী ভাংতি থেকে একটি সিএনজি স্কুটারে চড়ে চাঁদপুরের দিকে আসছিলো। গাড়িটি মঠখোলা মুকবধির স্কুলের কাছে আসলে হঠাৎ বিপরীত দিকে থেকে আসা আল নূর ড্রিংকিং ওয়াটার নামে কোম্পানির একটি মালবাহী পিকআপ ভ্যান সিএনজি স্কুটারটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে একটি রিক্সাকেও ধাক্কা মেরে দুর্ঘটনা ঘটায়। এতে করে সিএনজি স্কুটারে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। এ ছাড়াও রিক্সাচালক এবং সিএনজি স্কুটার চালক কমবেশি আহত হন। প্রত্যক্ষদর্শীরা আহতদের মধ্যে ক’জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এদের মধ্যে খুকি আক্তারের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। সড়ক দুর্ঘটনার বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে থানার অফিসার ইনচার্জ তার জরুরি ফোন এসেছে বলে তা এড়িয়ে যান। স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করে রাখে এবং স্থানীয় নেতা রোকন ও বাহাদুর নামে দু ব্যক্তি বিষয়টি থানা পুলিশ ছাড়াই মীমাংসার উদ্যোগ নেন।