প্রতিনিধি =
মতলব উত্তর উপজেলার কালীরবাজার সংলগ্ন রায়েরকান্দি জেলেপাড়ার ৪টি স্থানে রাখা ৫ লক্ষাধিক টাকার জাল দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সতীষ চন্দ্র বর্মনের বসতঘরের পাশে রাখা কোণা জালের স্তূপে আগুন দেয় এবং রাত ৩টার দিকে চিত্তহরণ বর্মন, প্রিয়লাল বর্মনের বসত ঘরের পাশে রাখা জাল ও আশুচন্দ্র বর্মনের পাকঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। চতুর্দিকে আগুনের লেলিহান শিখা দেখে পথচারী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনে।
আগুনে সব জাল পুড়ে যায়। আগুনে পুড়ে গেছে জেলেপাড়ার সতীষ চন্দ্র বর্মনের ১ লাখ ২০ হাজার টাকার জাল, চিত্তহরণ বর্মনের ২ লাখ টাকার জাল ও প্রিয়লার বর্মনের ১ লাখ ৫০ হাজার টাকার জাল এবং আশুচন্দ্র বর্মনের পাকের ঘর। এসব জেলে পরিবার সর্বস্ব হারিয়ে তার এখন নিঃস্ব। এ ব্যাপারে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে অভিযুক্ত রায়েরকান্দি গ্রামের একিন আলীর ছেলে শাহ্ আলীকে আটক করে থানা পুলিশ। শুক্রবার সকালে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, কালীরবাজার (মিয়ারবাজার) ব্যবস্থাপনা কার্যকরী কমিটির সভাপতি মিয়া মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সহ-সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক ইউপি সদস্য আলমগীর সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মানিক, সমাজসেবক আবদুল মালেক মাস্টার প্রমুখ।