নিজস্ব প্রতিবেদক:
গত ৩১ এপ্রিল মতলব দক্ষিণ উপজেলায় সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব (দক্ষিণ) শাখার সভাপতি জেসমিন সুলতানা চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও তার গানম্যানের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। গত ১ এপ্রিল সোমবার মতলব দক্ষিণ থানায় দায়ের করা এজাহারে শিক্ষক নেতা জেসমিন সুলতানা উল্লেখ করেন, বাংলাদেশ প্রাথমিক শিৰক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণের সমন্বয়ে প্রাথমিক শিক্ষক সমিতি ভবনের সম্পত্তি রক্ষাকল্পে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৩১/০৩/২০১৩ অনুমান সকাল ১১টায় বিবাদী মোঃ আব্দুল ওয়াদুদ, পিতামৃত- রজ্জব আলী, গ্রাম- সুজাতপুর, উপজেলা- মতলব (উত্তর), জেলা- চাঁদপুর ও সফিকুর রহমান হাওলাদার, পিতামৃত- মক্রম আলী হাওলাদার, গ্রাম- সাখুয়া, উপজেলা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর গানম্যানসহ শর্টগান হাতে সশস্ত্র সন্ত্রাসী অবস্থায় সভায় উপস্থিত হয়ে পকেট থেকে পিস্তল বের করে পিস্তল উঁচিয়ে বলেন, সবাই এখান থেকে চলে যান, না হলে গুলি করবো। এ সময় তার গানম্যান নামধারী সশস্ত্র সন্ত্রাসী ও এম.এ. ওয়াদুদ উভয়ে হাতের আগ্নেয়াস্ত্র যথাক্রমে পিস্তল ও শর্টগান উঁচিয়ে আবারো বলেন, সবাই এখান থেকে চলে যান, না হলে গুলি করে সকল শিক্ষককে হত্যা করে ফেলবো। এ বলে সভা পরিচালনাকারী শিক্ষক মোঃ মামুন মিয়া ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মতলব উপজেলা শাখা ও প্রধান শিক্ষক, ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব দক্ষিণের বুকে ১নং বিবাদী তার হাতে থাকা পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্ধত হলে আমি এবং অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ তাকে অনুরোধ করে থামানোর চেষ্টা করি। ১নং বিবাদী আমাকেসহ তাদেরকেও গুলি করে প্রাণে হত্যার চেষ্টা করেন। তার সাথে থাকা গানম্যান নামধারী ২নং বিবাদী তার হাতে থাকা শর্টগান উঁচিয়ে শিৰকদের প্রতি তাক করে বলে যে, গুলি করে শিৰকদের হত্যা করবো। এ বলে ১ ও ২নং বিবাদী যাওয়ার সময় এ বিষয় নিয়ে কোথায় কোনো অভিযোগ করলে তাদের আগ্নেয়াস্ত্র দিয়ে শিৰক নেতৃবৃন্দের হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।
উল্লেখ্য, মতলব বাজারের ঘোষপাড়ার ১৫৫নং কলাদী মৌজার ৪৩৩নং খতিয়ানে ৫৩৪নং দাগের ১২ শতাংশ ভূমি শিক্ষক সমিতি খরিদ সূত্রে মালিকানা ও ভোগ দখল থাকাকালে সমিতির ঘরের ভাড়াটিয়া নাছির উদ্দিন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ এটিকে ভিপি সম্পত্তি দেখিয়ে লিজ গ্রহণ করেন। সম্পত্তি উদ্ধারের লক্ষ্যে সমিতির শিক্ষক নেতৃবৃন্দ গত ৩১ মার্চ সভা করার সময় এমএ ওয়াদুদের সাথে সৃষ্ট ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ, বিৰোভ মিছিল, মানববন্ধনসহ কমান্ডার ওয়াদুদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।