প্রতিনিধি=
মতলব উত্তরে শেষ সীমানায় চিরাচরে ১০টি হাইজ ও নোয়া গাড়িতে ডাকাতির ঘটনায় বিদেশ ফেরত প্রবাসীদের সর্বস্ব লুট করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত চক্র। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মতলব উত্তর-দাউদকান্দির মাঝামাঝি চিরাচর ব্রীজ সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ১৮ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের টানা ৬ দিন রাস্তা-ঘাটে গাড়ি চলাচল বন্ধ থাকায় বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ি আসতে বেঘাত ঘটে। শুক্রবার হরতাল অবরোধ না থাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা এয়ারপোর্ট থেকে ১০টি হাইজ ও নোয়া গাড়িযোগে প্রবাসীরা বিদেশ থেকে স্বর্ণ-অলংকার, টাকা-পয়সা, বিভিন্ন দ্রব্য-সামগ্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গাড়িগুলো একত্রিত হয়ে দাউদকান্দি ব্রিজ পেরিয়ে চিরাচর হয়ে মতলব উত্তর দিয়ে চাঁদপুর আসার পথে চিরাচর ব্রিজ সংলগ্ন এলাকায় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ডাকাত দল দেশীয় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। চাঁদপুরের ডাকাতি হওয়া একটি নোয়া গাড়ির চালক সুমন জানায়, ঘটনার দিন রাতে দাউদকান্দি ব্রিজ পেরিয়ে ১০টি প্রবাসী যাত্রিদের গাড়ি একত্রিত হয়ে রওয়ানা দেয়। ঘটনাস্থলে আসলে ১৫/২০ জন ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে গাড়িতে থাকা প্রবাসীদের টাকা-পয়সা, দ্রব্য-সামগ্রী, স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা গাড়ির চালককে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাকাতরা প্রবাসীদের প্রায় ৩৫ লাখ টাকার মালামাল-টাকা পয়সা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতের কবলে পড়া প্রবাসীদের অধিকাংশই রায়পুর-লক্ষ্মীপুরের যাত্রী। সর্বস্ব হারিয়ে তারা খালি হাতে নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফিরেন।
ঘটনার পর পরই ডাকাতির ঘটনা স্থানীয়দের অবহিত করা হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, মতলব উত্তর ও দাউদকান্দির সংঘবদ্ধ ডাকাত চক্ররা প্রতি মাসে বেশ ক’টি প্রবাসীদের গাড়ি রাতের আঁধারে ডাকাতি করার ঘটনা ঘটিয়েছে। যে সব গাড়ি রাত ১২টার পর দাউদকান্দি ব্রিজ পেরিয়ে চিরাচরের দিকে প্রবেশ তাদেরকে টার্গেট করে ডাকাত দল এ ডাকাতির ঘটনা ঘটায়।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।