মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর গ্রামের নুরুল ইসলামের দুই ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান ও আবু সুফিয়ানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লার র্যাব-১১। অপর গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী হলো নোয়াখালীর মোঃ আলাউদ্দিন। গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পদুয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ক্যাম্পের র্যাব-১১ ও সিপিসি-২-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াখালী সেনবাগ এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৫), মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহজাহান (৪০) ও মোঃ আবু সুফিয়ান (২৮)কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৪হাজার ৩শ’ ৬০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, উপজেলার বিভিন্নস্থানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের ধরতে পুলিশের তৎপরতায় তারা এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে।