মতলব উত্তর প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল বাজারের পল্লী চিকিৎসক সজল চন্দ্র সরকারের বিরুদ্ধে রোগীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। আর এ ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন মহলে টাকার ছড়াছড়িরও অভিযোগ উঠেছে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় ৭-৮ জনকে আসামী করে ওই পল্লী চিকিৎসক এবং নারী রোগী পৃথক দু�টি অভিযোগ দায়ের করেছেন। উভয় মামলায় আসামী একই। ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও বিচার-সালিস নিয়ে চলছে ধুম্রজাল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ রাতে মাছুয়াখাল বাজারের মা-মনি মেডিকেল হলের স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক সজল চন্দ্র সরকার মাছুয়াখাল গ্রামের জনৈক নারী রোগীর চিকিৎসা করার জন্য তার বাড়িতে যান। পল্লী চিকিৎসক ঐ নারীকে একা পেয়ে তার শ্লীলতাহানি করেছে এমন অভিযোগে স্থানীয় ৮-১০জন যুবক পল্লী চিকিৎসককে আটকে রাখে। ঐ দিন রাতেই প্রায় ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। এদিকে এ ঘটনার প্রায় ১০-১২ দিন পর পল্লী চিকিৎসক সজল চন্দ্র সরকার বাদী হয়ে মাছুয়াখাল এলাকার মোশারফ প্রধান, ইকবাল প্রধান, নাছির প্রধান, মহসিন, ইসমাইল ও জিশানসহ ৭-৮জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া একই ঘটনায় ওই নারী রোগী উল্লেখিত একই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকায় এ ঘটনার বিচার সালিস নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে এবং মোটা অংকের টাকার ছড়াছড়ি হচ্ছে বলেও এলাকাবাসী জানায়।