মতলব :
মতলব দক্ষিণ উপজেলার মতলব মাছ বাজারে দালাল চক্রের উপদ্রব বেড়ে গেছে। ক্রেতাগণ মাছ বাজারে তাদের পছন্দমত মাছ দালালদের উৎপাতের জন্য ক্রয় করতে পারছে না। অধিক মূল্যে ক্রেতা সাধারণকে সকল ধরনের মাছ কিনতে হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
সরজমিনে দেখা যায়, প্রতি মাছ ব্যবসায়ীর পাশে একাধিক দালাল থাকে। যখন জনসাধারণ বিক্রেতাদের কাছে মাছ কিনতে যায় তখন এক শ্রেণীর দালাল ক্রেতার ব্যাগ নিয়ে টানা হঁ্যাচড়া শুরু করে। অনেকটা বড় বড় শহরের ফুটপাতের ব্যবসায়ীদের মতই আচরণ। অবস্থা হচ্ছে এমন মাছ বিক্রেতা একজন, দালাল একাধিক জন। দালালরা ক্রেতা ও বিক্রেতার মাঝখানে একটি দাম বসিয়ে ক্রেতার উপর সে দাম চাপিয়ে মাছ কিনতে বাধ্য করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, আমরা মাছ ব্যবসায়ীদের কাছে মাছের জন্য গেলে দালালরা আমাদের ব্যাগে মাছ দিয়ে ইচ্ছেমত দাম রেখে দেয়। কিছু বলতে গেলে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়তে হয়। তাই আমরা মানসম্মানের ভয়ে কিছু বলতে পারি না। এভাবেই চলেছে দিনের পর দিন। সম্প্রতি একাধিক ক্রেতার সাথে দালালদের তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার রুমার সাথে আলাপ করলে তিনি জানান, এ রকম কোনো ঘটনা কেউ আমাকে জানায়নি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, মাছ বাজারে দালালদের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।