স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মতলব দক্ষিণ থানার পুরন গ্রামস্থ এলাকা থেকে মো. হোসেন মুন্সী (৩০) নামে মাদক ব্যবসায়ীকে ১০৭পিস ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম মতলব দক্ষিণ থানাধীন পুরন গ্রামস্থ মুন্সি বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নিজ দেহ ও বসতবাড়ী তল্লাশি করে আসামি মোঃ হোসেন মুন্সী, পিতা -জুলহাস মুন্সি, মাতা- মনোয়ারা বেগমকে ১০৭পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে মত দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/