প্রতিনিধি
সোমালিয়ায় জলদস্যুদের হাতে অপহৃত মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের লিমন ও দেশের অন্য এলাকার ৬ জন গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছে। লিমন আগামী শনিবার নিজ বাড়ি দশানী আসবেন বলে জানা গেছে। ২০১০ সালের ২৬ ডিসেম্বর মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবোদয় থেকে সোমালিয় দস্যুদের হাতে অপহৃত হন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের লিমন সরকার। ওই সময় লিমনসহ ৭জন অপহৃত হন।
লিমনের বোনের জামাই ফারুক হোসেন বৃহস্পতিবার রাতে দৈনিক চাঁদপুর নিউজকে জানান, কেনিয়া থেকে দুবাই হয়ে এমারত বিমানে করে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে লিমনসহ অপহৃত ৭জন শাহজালাল বিমান বন্দরে এসে পৌঁছায়। সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা তাদেরকে গ্রহণ করেন। বিমান বন্দর থেকে তাদেরকে উত্তরার হোটেল মেরিনোতে নিয়ে যাওয়া হয়। হোটেল মেরিনোতে তাদের ২ দিন রাখা হবে। আজ শুক্রবার বিকেল ৫টায় তাদেরকে নিয়ে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। শনিবার সকাল ৯/১০টায় তাদেরকে পরিবারের হাতে হস্তান্তর করা হবে। শনিবারই লিমন বাড়িতে চলে আসবে। লিমনকে আনার জন্য তার মা ও বোনের জামাই ঢাকা আছে। ফারুক হোসেন জানান, লিমন সরকার ভালো আছে। দেশে আসার পর তার মেডিকেল চেকআপ হয়েছে। আজ শুক্রবার আবার চেকআপ করা হবে।
সোমালিয়ায় দস্যুদের হাতে অপহরণ হওয়ার সাড়ে তিন বছর পর মুক্তি পেয়ে লিমন সরকারের দেশে ফেরায় বাড়িতে চলছে আনন্দের বন্যা। খবর শুনে পাড়া প্রতিবেশিদের মাঝে মিষ্টি বিতরণ করেছে লিমনের স্বজনরা। প্রতিবেশিরা সার্বক্ষণিক খবর নিচ্ছে লিমন বাড়ি আসবে কখন।