মতলব আইসিডিডিআরবির সামনে খাল থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের আইসিডিডিআরবি এলাকায় হাসপাতালের খালে কাদামাখা অবস্থায় অজ্ঞাত নবজাতকের লাশ পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তা দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। একটি আন্তর্জাতিক হাসপাতালের সামনে এমন নবজাতকের লাশ দেখে সবাই অবাক হয়েছে ও তাদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নবজাতকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।