মতলব দক্ষিণ : মতলবের নারায়নপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের এক সন্তানের জননী ফাতেমা বেগমকে (২৭) হত্যার অভিযোগ উঠেছে তার পরিবার থেকে। আজ ২৩ জুলাই ফাতেমা বেগমকে সকাল ৯টায় এ অবস্থায় মতলব সরকারি হাসপাতালে ভর্তি করলে কয়েকঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করে। পরিবারের লোকজন ও এলাকাবাসী জানায়, ফাতেমা বেগমের স্বামীর নাম সুমন বেপারী। গত ২০০৬ সালে ফাতেমার সাথে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন বেপারীকে ফাতেমার পিতা টাকা দিয়ে দুবাই পাঠায়। এর মধ্যে ফাতেমার উপর শাশুড়ি-ননদ প্রায় সময়ই শারিরীক মানসিকভাবে নির্যাতন করতো। ফাতেমার পিতার নাম আবুল বাশার প্রধান। গ্রামের বাড়ি কচুয়ার দৌগর। ফাতেমার ভাই আলমগীর হোসেন দাবী করেছে, তার বোন ফাতেমা বেগমকে যৌতুকের টাকার জন্য শ্বাশুড়ি-ননদসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালিয়েছে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ফাতেমার লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে। ফাতেমার ৭ বছরের কন্যা সন্তান রয়েছে। মতলব দক্ষিণ থানার পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।