স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুরের মতলব পৌরসভার কাউন্সিলর প্রার্থী মোস্তফা কামাল রনির নিজস্ব সম্পত্তি বেআইনিভাবে দখল করে মাটি ভরাট ও বেশ কয়েকটি ফলদ ও বনজ গাছ বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মতলব থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার উত্তর বাইশপুর সরকার বাড়িতে পুলিশ গিয়ে প্রতিপক্ষের মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। এর আগ থেকে একই বাড়ীর মৃত হালিম সরকারের ছেলে হুমায়ুন সরকার জোরপূর্বক মোস্তফা কামাল রনি’র সম্পত্তিতে মাটি কেটে গাছপালা নষ্ট করতে শুরু করে।
জানাগেছে, মোস্তফা কামাল রনি’র ওই সম্পত্তিতে সীমানা প্রাচীর দিয়ে সংরক্ষণ করা ছিলো। অভিযুক্ত হালিম সরকার ওই ভেড়া ভেঙে মাটি ফেলা শুরু করেন। তাকে মৌখিকভাবে নিষেধ করা হলেও তিনি কাজ বন্ধ করেননি। পরবর্তীতে দুপুর ১টার দিকে মতলব থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল গিয়ে কাজ বন্ধ করে দেয়।
মোস্তফা কামাল রনি অভিযোগে উল্লেখ্য করেন, তার নিজস্ব ভোগ দখলীয় সম্পত্ততে হুমায়ুন সরকার জোরপূর্বক ফলদ ও বনজ গাছ কেটে এবং ভেঙে ফেলে দেয়। তাকে বাধা দিতে গেলে অন্যায় আচরণ পূর্বক হুমকি ধমকি প্রদান করে। সে কোন প্রকার বিচার শালিশ মানে না এবং কাউকে পরোয়া করে না। এমতাবস্থায় আমি প্রশাসনের আইনানুগ সহযোগিতা কামনা করছি।
চাঁদপুরনিউজ/এমএমএ/