প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের সরকারি খাদ্য গুদামের ৩০ লাখ ৮৮ হাজার ৮শ’ ১৯ টাকা মূল্যের ১ হাজার ৭শ’ ১৩ বস্তা চাল ও গম সংশ্লিষ্ট গুদামের কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে নিয়মিত পরিদর্শনে উঠে এসেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত হবার পর জেলা প্রশাসন ঐ খাদ্য গুদামটি সীলগালা করে দিয়েছে। এছাড়া পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য খাদ্য সচিবকে জরুরি ফ্যাক্স বার্তা প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ৩০ জুন ওই খাদ্য গুদামের চালের স্থিতি ছিলো ৭ হাজার ৩শ’ ৩২ বস্তা ও গমের স্থিতি ছিলো ৪ হাজার ২শ’ ২৯ বস্তা। উপজেলা খাদ্য গুদামের নিয়ন্ত্রক ছাই থোয়াই মার্মা, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও খাদ্য পরিদর্শক মোঃ কামরুল ইসলামের যোগসাজশে গোপনে চাল-গম আত্মসাৎ করে গরমিলের মাধ্যমে চালের স্থিতি দেখায় ৫ হাজার ৮শ’ ৩২ বস্তা ও গমের স্থিতি দেখায় ৪ হাজার ১৬ বস্তা। এক্ষেত্রে সরকারি হিসেবের চেয়ে চাল ১ হাজার ৫শ’ বস্তা ও গম ২শ’ ১৩ বস্তা কম মজুদ দেখানো হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা বলেন, গত ১ জুলাই সরজমিনে গুদামের রক্ষিত চাল ও গম স্টক তদন্ত করে গরমিলের সত্যতা খুঁজে পাই। ঐ তিন কর্মকর্তার কাছে উধাও হওয়া চাল ও গমের গরমিলের ব্যাপারে জানতে চাইলে তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে খাদ্য গুদামটি সীলগালা করে দেয়া হয়।
জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন এ প্রসঙ্গে জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের চাঁদপুর জেলার ৮ উপজেলায় অবস্থিত খাদ্য গুদামগুলো পরিদর্শনের জন্য পাঠানো হয়। মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারস্থ খাদ্য গুদামের ব্যাপক গরমিল দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা আমাকে বিষয়টি জানায়। তারপর আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।