মতলব প্রতিনিধি
মতলব পৌর এলাকার মোবারকদী গ্রামের গাঁজা বিক্রেতা এএসএম সায়েম শুভকে গত ১৯ ফেব্র“য়ারি ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
জানা যায়, মতলব দক্ষিণ থানার এসআই দীপক কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোবারকদী এলাকা থেকে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। পরে গতকাল ২০ ফেব্র“য়ারি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলাম গাঁজা বিক্রেতা মোবারকদী গ্রামের মরহুম হুমায়ুন কবিরের ছেলে এএসএম সায়েম শুভকে ১৫ দিনের জেল প্রদান করে।