মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে তাসমিনা (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পারিবারিক কলহের জের স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ননদের সাথে ঝগড়া বিবাদ হয়। পরে সন্ধ্যার সময় সকলের অগোচরে সে বিষপান করে। ঐ বাড়ির জনৈক ব্যক্তি দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে পারিবারিক লোকজনসহ আশপাশের লোকজন দেঁৗড়ে আসে। তার অবস্থা বেগতিক দেখে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঐ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ মানোয়ার খান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।