স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণ উপজেলার নাদগা গ্রামের ফকির বাড়িতে রেশমা (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকার কেউ বলছে স্বামীর যৌতুকের বলি, আবার কেউ বলছে তার মায়ের সাথে অভিমান করে সে বিষপানে আত্মহত্যা করেছে। গত ৯ মার্চ চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ঐ গৃহবধূর মৃত্যু হয়েছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নাগদা ফকির বাড়ির প্রবাসী হাসেম ফকিরের মেয়ে রেশমার একই বাড়ির মোস্তফা ফকিরের ছেলে মাসুদ রানার সাথে প্রেমের সম্পর্ক গড়ে এক বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পরে কিছুদিন তাদের সংসার ভালোভাবে কাটলেও স্বামী মাসুদ ব্যবসা করার জন্যে যৌতুক চাইতে থাকে। তখন মাসুদের শ্বশুর বাড়ির লোক যৌতুক দিতে অস্বীকৃতি জানায় এবং রেশমার মা ক্ষিপ্ত হয়ে তার মেয়ে রেশমাকে তার সংসারে অর্থাৎ শ্বশুর বাড়িতে দিবে না বলে সাফ জানিয়ে দেন। এছাড়া রেশমাকে অন্যত্র বিয়ে দিবেন বলেও রেশমার মা জানান। রেশমার স্বামী মাসুদ পেশায় একজন কাঠমিস্ত্রি। এ নিয়ে রেশমার সাথে তার মায়ের ঝগড়া হয়। পরে সে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করে অচেতন অবস্থায় থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়।