প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের পিংড়া মাস্টার বাজারে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ জুন গভীর রাতে চোরের দল ওই বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের সার্টারের তালা কেটে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : কাজল ক্লথ স্টোর, বিসমিল্লাহ ক্লথ স্টোর, জননী ক্লথ স্টোর এন্ড টেইলার্স ও টপ কালেকশন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, ঘটনার দিন (সোমবার) তারা সবাই মোকাম থেকে মালামাল ক্রয় করে তাদের দোকানে রেখে রাত আনুমানিক সাড়ে ৯টায় প্রত্যেকেই দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার সকালে ঐ বাজারে আসা জনৈক দুধ বিক্রেতা দেখতে পায় ৪টি দোকানের সার্টার খোলা। তা দেখে দোকান মালিকদের সংবাদ দিলে প্রত্যেকেই দ্রুত এসে তাদের দোকানের ভেতরে ঢুকে দেখতে পায় মূল্যবান সকল মালামাল ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। দোকান মালিক কাজল জানান, তার দোকানে থাকা নগদ ৩৫ হাজার টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল, সুমনের দোকানে নগদ ৫০ হাজার টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল, মামুন তহসিলদারের দোকানের ১০ হাজার টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল ও আল-আমিন পাটোয়ারীর দোকানের ১৫ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। তাদের ধারণা, স্থানীয় দুর্বৃত্তদের সহায়তায় এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে। চুরির সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।