মতলব দক্ষিণ উপজেলা সদরস্থ ইসলামী ব্যাংকে গতকাল ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জাল টাকাসহ জেসমিন বেগম (৪৫) নামে এক প্রতারক চক্রের সদস্যকে ব্যাংক কর্তৃপক্ষ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ওইদিন মতলব উত্তর উপজেলার শাহবাজকান্দী গ্রামের জাহানারা বেগম ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের দেয়া ৫০ হাজার টাকার বান্ডেল (একশত টাকার নোট সম্বলিত) তিনি কাউন্টারের কাছে টেবিলে বসে গুণছিলেন। এ সময় প্রতারক জেসমিন কৌশলে ওই গ্রাহক থেকে আসল ৫০ হাজার টাকা নিয়ে জাল টাকার ১ হাজার টাকার বান্ডেল ধরিয়ে দেয়ার চেষ্টা করেন। এ নিয়ে দু জনের মধ্যে হৈচৈ ও তর্ক-বিতর্ক দেখা দিলে ব্যাংক কর্তৃপক্ষ ও অন্যান্য গ্রাহক বিষয়টি জানতে এগিয়ে আসেন। প্রতারণা করে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের লোকজন ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন। ভুক্তভোগী গ্রাহকের স্বামী সালাউদ্দিন মীর ঢাকায় কাঁচামালের ব্যবসা করেন।
থানার অফিসার ইনচার্জ কুতুবউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসায় আটক নারীটি প্রতারক চক্রের সদস্য বলে জানায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।