মতলব পৌরসভার কদমতলী-চরমুকুন্দি সড়কের কদমতলী জামে মসজিদ এলাকায় গতকাল ৮ জানুয়ারি সন্ধ্যায় নসিমনের চাকায় পিষ্ঠ হয়ে হৃদয় (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে কদমতলী গ্রামের তার নানা মোজাম্মেল মোল্লার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বিকেলে হৃদয় তার নানার বাড়ি এলাকার জামে মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এসময় চরমুকুন্দি এলাকা থেকে আসা যাত্রীবাহী নসিমন গতিরোধ করতে না পেরে তার উপর দিয়ে উঠিয়ে দেয়। এ সময় সে নসিমনের পিছনের চাকায় পিষ্ঠ হয়ে মাথায় ও কোমরে মারাত্মক জখম হয়। পার্শ্ববর্তী লোকজন দ্রুত তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
নিহত হৃদয়ের বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামে। তার পিতার নাম মমিন মিয়া। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজণা বিরাজ করছে।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।