মতলব দক্ষিণ: চাঁদপুরে যুবদলনেতা আব্দুল মোতালেব প্রধানিয়ার (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। মোতালেব নারায়নপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার বালিগাঁও গ্রামের আলীর ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম চাঁদপুরনিউজকে বলেন, উদ্ধার হওয়া লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। শুধু নাকে রক্ত দেখা গেছে। তবে মোতালেব কেন এই ভবনে এলেন এবং কিভাবে তার মৃত্যু হলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।