মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকায় খাদের পানিতে ডুবে মিনহাজ( ৩)ও হানজেলা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে । ২ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘলদী গ্রামের মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, দিঘলদি গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ ও একই বাড়ির মুক্তার মিজির হানজেলা। এই দুইজন সমবয়সী হওয়ায় একসাথে বাড়িতে খেলাধুলা করে। দুপুরের রান্না নিয়ে ওই শিশুদের মায়েরা ব্যস্ত ছিলেন। তারাও দুজনে উঠানে খেলছিল। খেলার ছলে কোন এক সময়ে বাড়ির রাস্তা লাগোয়া খাদের পানিতে তারা পড়ে যায়। এদের না দেখে খোঁজাখুঁজি শুরু হয়।
এ সময় শিশু দুইটি খাদের পানিতে পড়ে গেছে বাড়ির লোকজন বুঝতে পারে। এদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরিবারের লোকজনকে জানান তারা মারা গেছে।
ডাক্তার অনিমেষ চক্রবর্তী বলেন, এই দুই শিশুকে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ আল আমিন বলেন, একই বাড়ির দুই ছেলে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, ওই দুই ছেলে শিশুর পানিতে পড়ে মৃত্যুর খবর শুনেছি। এখনো এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।