মিজান লিটন
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দায়ের কোপে স্ত্রী ও ভাবী রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় ওই গ্রামের মিয়াজী বাড়ির কাদের মিয়াজী ওরফে কালা কাদেরের পাষণ্ড ছেলে মোঃ ওমর মিয়াজী এ ঘটনা ঘটায় । জানা যায়, গত ৫ ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাদের মিয়াজীর বড় ছেলে ওসমানের স্ত্রী ফাতেমা বেগম ও মেঝো ছেলে ওমরের স্ত্রী শাহিনুরের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া বন্ধ করার জন্য বলার পরও ঝগড়া বন্ধ না করায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় ওমর তার স্ত্রী শাহীনুরকে ঘরে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে শাহীনুরের ডাক-চিৎকারে ওসমানের স্ত্রী ফাতেমা বেগম ছুটে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে নারায়ণপুর হাসপাতালে নেয়। কিন্তু তাদের অবস্থা বেগতিক দেখে চাঁদপুর সরকারি হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে রেফার করা হয় । ঘটনার পর থেকে ওমর পলাতক রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে একই বাড়ির সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়াজীকে ওমর মিয়াজী ও তার ভাইয়েরা মিলে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করে এবং এ নিয়ে মামলা চলছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ওমর তার স্ত্রী ও ভাবীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করে বলে এলাকাবাসী মনে করেন। জানা যায়, শাহীনুর ও ফাতেমা বেগম বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।