মতলব সোনালী ব্যাংক থেকে পেনশনের টাকা উত্তোলন করতে এসে এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছেন। তিনি হচ্ছেন মতলব পৌরসভার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক হাজরা জয়নাল আবেদিন মাস্টার (৬৫)। জানাযায়, গত ৮ জুলাই পেনশনের টাকা উত্তোলনের জন্য তিনি তার নিজ বাড়ি থেকে সকালে বের হয়ে মতলব উপজেলা হিসাব রক্ষণ অফিসে যান। এরপর মতলব সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর থেকে তিনি আর বাড়ি ফিরে যাননি বলে তার জামাতা সাংবাদিক মাসুদ রানা জানান। তিনি দৈনিক চাঁদপুর দিগন্তের মুন্সিরহাট প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ রানার শ্বশুর। তার সকল আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে গতকাল ৯ জুলাই মতলব দক্ষিণ থানায় তার ভাই তোফাজ্জল হোসেন মাস্টার বাদী হয়ে একটি নিখোঁজ ডায়েরি করেন। যার নং ২৭০, তাং-৯/৭/১৪। নিখোঁজ হওয়া ব্যক্তির কোনো সন্ধান পেলে ০১৮১৮৫৪৬২৪৬, ০১৯২৭৯৩১৩৮৫, ০১৭১৩৬১১৫১৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তার ভাই তোফাজ্জল হোসেন মাস্টার।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।