প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার উত্তর পিংড়া গ্রামের প্রেমিকার বাড়ি থেকে প্রেমিক জহিরুল ইসলাম (২০)-কে আটক করেছে থানা পুলিশ। পরে উভয় পক্ষের সমঝোতা ও বিবাহ বন্ধনের শর্তে মুক্তি পায় প্রেমিক। ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ১০টায় উত্তর পিংড়া গ্রামের প্রেমিকার বাড়ি থেকে থানার এসআই জহির প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই উপজেলার দক্ষিণ বহরী গ্রামের মোঃ কামরুল ইসলাম বোরীর ছেলে জহিরুল ইসলাম উত্তর পিংড়া গ্রামের হত দরিদ্র দেলোয়ার হোসেন গাজীর কন্যা মোসাম্মৎ সারমিন আক্তারের দীর্ঘদিন যাবৎ প্রেম সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায়ই মেয়ের বাড়িতে বিভিন্ন সময়ে আসা যাওয়া করতো। বিষয়টি তাদের বাড়ি ও আশপাশের লোকদের দৃষ্টিগোচর হলে উভয়কেই সকর্ত করে দেয় এলাকাবাসী। সতর্ক করে দেয়ার পরও প্রেমিক আসা যাওয়া করায় গত কয়েকদিন যাবৎ স্থানীয় এলাকবাসী তাদেরকে পাহারা দেয়। ১৩ ডিসেম্বর রাতে প্রেমিক জহরিুল ইসলাম প্রেমিকা সারমিন আক্তারের বাড়িতে এসে গোপনে অজ্ঞাত স্থানে দেখা করতে আসলে এলাকাবাসী দু’জনকেই হাতে নামে আটক করে। আটকের পর সারারাত ও সারাদিন ছেলের অভিভাবক ও মেয়ের পক্ষের লোকদের নিয়ে দফায় দফায় বৈঠক করে সমঝোতা করতে পারেনি। পরে ছেলের পক্ষ কৌশল অবলম্বন করে বাবুল বেপারী (চাচ) বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই জহির রোববার রাত ১০টায় ঘটনাস্থলে যান। সেখান থেকে এলাকাবাসীর স্বাক্ষীসহ প্রেমিক-প্রেমিকার জবানবন্দী নেন তদন্তকারী কর্মকর্তা। উভয়েই তাদেরকে কেন আটক করা হয়েছে তার স্বীকারোক্তি দেয় এবং দীর্ঘ দু’বছর যাবৎ প্রেম সম্পর্ক চলে আসছে বলেও জানান। মেয়ে বিয়েতে রাজী হলেও ছেলে রাজী না হওয়ায় মেয়ের পক্ষ ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জহিরকে আটক করে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহির জানান, ছেলে ও মেয়ে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এবং এলাকায় নিয়ে শরীয়ত মোতাবেক উভয়েই বিবাহ করবে শর্তে আটক জহিরুল ইসলামকে জামিন দেয়া হয়। এছাড়া মেয়ের পক্ষ থেকেও কোন অভিযোগ করতে আগ্রহী ছিল না বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।