প্রতিনিধি
বাল্য বিয়ে নিঃসন্দেহে ব্যক্তি সমাজ ও দেশের জন্যে ক্ষতিকর প্রভাব বয়ে আনে। এর ফলে স্বাভাবিকভাবেই একজন নারী অধিক সন্তানের জন্ম দেশের জনসংখ্যা বৃদ্ধিতে অশুভ প্রভাব ফেলে। এছাড়া অপরিপক্ক বয়সে সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসবকালে অনেক নারীর অকাল মৃত্যুও ঘটে। আবার অপরিপক্ক বয়সে সন্তানের জন্ম দিয়ে কিংবা অধিক সন্তানের জন্ম দিয়ে, মা এবং সন্তান উভয়েই চির রুগ্ন হয়ে পড়ে। ফলে এরা নিজের পরিবারের, সমাজের কিংবা দেশের উন্নয়নে প্রত্যাশিত মাত্রায় ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ। বরং এরা পরিবার, সমাজও দেশের অনেকটা বোঝা হয়ে ওঠে। কাজেই পরিবার, সমাজ তথা দেশের সার্বিক উন্নয়নে অবশ্য বাল্য বিয়ে প্রতিরোধ করা আবশ্যক। অথচ আমাদের দেশে এহেন অশুভ বাল্য বিয়ে ক্রমাগত ঘটেই চলেছে। আমাদের সমাজ জীবনে কন্যা সন্তানের নিরাপত্তহীনতার কারণে অনেক বাবা-মা কন্যা সন্তান অরক্ষণীয়া হবার আগেই তাদেরকে পাত্রস্থ করে সামাজিক নিপীড়ন থেকে পরিত্রান পেতে বাল্য বিয়ের পথ বেছে নেন। কেউ বা আবার আর্থিক অস্বচ্ছলতার কারণেও কন্যা সন্তানকে বাল্য বিয়ে দিয়ে থাকেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, যাঁদের ওপর ক্ষতিকর বাল্য বিয়ে প্রতিরোধের দায়িত্ব একান্তভাবে অর্পিত তাঁদেরও নির্লজ্জভাবে বাল্য বিয়ের পিড়িতে বসতে দেখা যায়। এদের শাস্তি আবশ্যক।
সংবাদে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোঃ আবু সাঈদের একই বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করা ছাত্রী মধ্যম দিঘলদী গ্রামের শরীফ উল্যাহ হাজী বাড়ির প্রবাসী আঃ হালিম প্রধানের মেয়ে ফারজানা আক্তার লিজা (১৬) এর বিয়ে গত ২৬ জুন মেয়ের বাড়িতে অনুষ্ঠিত হয়। সর্ষেতেই ভুত।
বিষয়টি অবগত হয়ে উক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক বাল্য বিয়ে প্রমাণিত হলে তার বেতন বন্ধ অথবা সাময়িক বরখাস্তের জন্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তাৎক্ষণিক উল্লেখিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ডেকে এনে সংশ্লিষ্ট শিক্ষকের লিখিত বক্তব্যসহ প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা অফিসে জমা ও হাজির হবার জন্যে অনুরোধ জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ।
আমাদের প্রত্যাশা, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাল্য বিয়ে প্রমাণিত হলে অপরাধকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই আইনানুগ শাস্তি প্রধান করবে। পাশাপাশি বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।