মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারস্থ অস্ট্রেলিয়া প্লাজা নামে একটি তিনতলা বাণিজ্যিক ভবনের রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শ্রমিক অবশেষে মারা গেছেন। গতকাল ১৯ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম মোঃ এমরান (২২)। তিনি উপজেলার নারায়ণপুর এলাকার মৃত আবদুল মান্নান মুন্সীর ছেলে।
গত ১৩ নভেম্বর সোমবার সকালে ওই বাজার এলাকায় একটি তিনতলা বাণিজ্যিক ভবনে রং মিস্ত্রী এমরান রং লাগানোর কাজ করা অবস্থায় আচমকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন ওইদিনই তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল তিনি এখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, এ ভবনেরই রংয়ের কাজ করা অবস্থায় গত ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে রং মিস্ত্রি মোঃ হাসেম (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।