মতলব উত্তর উপজেলার সাহেববাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদে সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আপন দুই ভাই। গতকাল সোমবার সকাল ১১টায় মতলব উত্তর উপজেলায় এ ঘটনা ঘটে। আহত ইউসুফ (২৬) ও সাইফুল (১৭) বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন রয়েছেন।
আহতরা জানায়, উপজেলার ইসলামাবাদ গ্রামের দর্জি বাড়ির মামুন রাস্তার পাশে একটি দোকান নির্মাণ করছিলেন। আর এই নির্মাণ কাজের ঠিকাদার ছিলেন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি। ঠিকাদারের হয়ে উপজেলার বেগমপুর গ্রামের মোঃ শহিদ প্রধানের দুই ছেলে ইউসুফ ও সাইফুল কাজ করতেন। ঘটনার সময় ওই নির্মাণাধীন দোকানের ছাদের সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে রড জড়িয়ে যায়। এতে ওই দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে এবং তাদের পা ও কোমড়ের চামড়া ঝলসে যায়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় অন্যান্য শ্রমিক ও ঠিকাদার দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজন কুমার দাস তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।