শাহরিয়ার খাঁন কৌশিক ॥
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাদগা গ্রামে নয় বছরের শিশুকে ধর্ষণ করেছে তারই চাচা আক্কাস মিয়াজী (৪০)। ঘটনাটি ধাপা চাপা দিতে উঠে পড়ে লেগেছে প্রভাবশালী মহল। সেই সাথে মিডিয়ায় যাতে বিষয়টি প্রচার না হয় তার জন্য রাসেল দেওয়ান নামে এক যুবক সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় করে।
সরেজমিনে জানা যায়, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাদগা গ্রামের মিয়াজী বাড়ির লম্পট আক্কাস মিয়াজী তারই ভাতিজী সর্ম্পকের পিতৃহীন ওই নয় বছরের শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে নৌকা করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ওই শিশু বাড়িতে এসে তার মাকে জানায়। শিশু কন্যার মা এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার দাবী করলে এলাকার প্রভাবশালী মহল ধর্সণের ঘটনাটি ভিন্ন ক্ষাতে প্রাবিহত করতে উঠেপড়ে লেগেছে।
ধর্ষণে শিকার ওই শিশুর পরিবারের সদস্যরা বলেন, আমরা গরীব, মেয়েটির বাবা নেই। ওই ঘটনার পর থেকেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তাকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিচার করে দিবে বলে বাড়ির জামাল মিয়াজী ও বজলু মিয়াজী সময় চেয়ে নিয়ে টালবাহানা করছে। এ দিকে লম্পট আক্কাস তার লোকজন দিয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে যাতে এই নিয়ে কোন বাড়াবাড়ি না করি।
স্থানীয় ইউপি সদস্যসহ বেশ কয়েকজন জানান, নাদগা দেওয়ান বাড়ির রাসেল দেওয়ান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনার সাথে জড়িতদের কাছ থেকে ৮হাজার টাকা হাতিয়ে নেয়। যাতে বিষয়টি মিডিয়ায় প্রচার না করা হয় এই বলে। তারা আরো জানান, অর্থ আদায়ে এলাকার কয়েকজন ব্যক্তিও ওই সাংবাদিকের সাথে জড়িত রয়েছে।
এ ব্যাপারে আক্কাস মিয়াজীর সাথে কথা বলতে চাইলে তাকে এলাকায় পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজ এই ঘটনার সুষ্ঠ বিচারের জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছে।