মতলব প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী ইউনিয়নস্থ শান্তিনগর বাজারে ফারুক হোসেন মোল্লা নামে এক ব্যবসায়ীকে সম্পত্তিগত বিরোধের জের ধরে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। বর্তমানে ফারুক মোল্লা চট্টগ্রামস্থ একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
আনছু মোল্লা জানান, উপাদী গ্রামের ভাটের বাড়ির মুনাফ গাজী গংয়ের সাথে একই গ্রামের মিয়াজী বাড়ির আলী হোসেন মাস্টার গংয়ের দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিষয়ে বিরোধ চলে আসছিলো। মুনাফ গাজী গত ২০ ফেব্রুয়ারি তার নিজ সম্পত্তিতে মাটি কাটতে যায়। এ সময় আলী হোসেন মাস্টারের ছেলে হাবীব ও মামুন বাধা দেয়। খবর পেয়ে মুনাফ গাজীর মামাত ভাই আনছু মোল্লা সেখানে যায়। মাটি কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আনছু মোল্লা ও মুনাফ গাজীকে আলী হোসেন মাস্টার, হাবীব, সুমন, হাবীব মিজি ও আমেনাসহ বেশ ক�জন মারধর করে। মারামারির সংবাদ পেয়ে আনছু মোল্লার ছেলে ফারুক মোল্লা ঘটনাস্থলে গেলে আলী হোসেন গং পুনরায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে চোখে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এ সময় ফারুক মোল্লার আর্তচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানের কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম হাসপাতালে রেফার করে। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সম্পত্তিগত বিষয়ে আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।