মতলব দক্ষিণ উপজেলার অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। সুন্দর বীজও আসতে শুরু করেছে। এতে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। লাভের আশায় তাদের মুখে এখন হাসি। উপজেলার নারায়নপুর, খাদেরগাঁও, নায়েরগাঁও দক্ষিণ ও নায়েরগাঁও উত্তর, উপাদী উত্তর ও উপাদী দক্ষিণে এবং মতলব পৌরসভার বেশ কয়েকটি স্থানে জমির পর জমিতে সরিষার আবাদ দেখা গেছে। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছি। উপজেলার নারায়নপুর ইউনিয়নের সরিষা চাষি জসিম উদ্দিন জানান, গত বছর এক বিঘা জমিতে সরিষার চাষ করে লাভবান হওয়ায় এ বছর দুই বিঘায় সরিষা চাষ করেছি। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। পুটিয়া এলাকার কৃষক জব্বার জানান, তিনি দেড়বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায়নি। বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজের দেখা পাওয়া যাচ্ছে। এতে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবেন। আধারা গ্রামের কৃষক মজিবুর রহমান জানান, ভালো ফলনের আশা করছেন। যদি এ বছর সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তবে সব সরিষা চাষিই লাভবান হবেন। উপজেলা কৃষি বিভাগ কৃষকদেরকে সার্বক্ষনিক মনিটরিং করছেন। কৃষকরাও কৃষি বিভাগ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ও পরামর্শ নিয়ে সরিষা চাষ করেছেন। এদিকে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা খানম জানান, ২০১৯ সালের মতো এবারও কৃষকেরা ভালো ফলন আর মূল্য পেয়ে লাভবান হতে পারবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ৬১০ হেক্টর। আবাদ হয়েছে ৬৩০ হেক্টর জমিতে। গত বছর সরিষা আবাদ হয়েছিল ৬৪০ হেক্টর জমিতে। কৃষকরা সরিষা চাষে লাভবান হয়েছে, ভবিষ্যতেও হবে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব
- /
- মতলবে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
আরও সংবাদ
ছেংগারচর সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত;বিপ্লবী মনিরুজ্জামান…
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজের শিক্ষক পরিষদ... বিস্তারিত
চাঁদপুরে পিবিআিইয়ের জালে ঘাতক
চাঁদপুরের মতলবে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের এক সপ্তাহের মাথায় হত্যাকারীকে আটক করেছে... বিস্তারিত
মায়া চৌধুরীর ১৩ বছরের সাজা বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের সাজা থেকে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে শনিবার (৯ জুলাই) ঈদুল আজহা উদযাপিত হবে। এসব... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।