মতলব প্রতিনিধি
মতলব সাকিব ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন করা রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে ঐ সেন্টারে ড্রেসিং করার সময় রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। কর্মরত ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে গুঞ্জন চলছে। এ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা চলছে বলে শোনা যাচ্ছে। রোববার সকালে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে শাহাবুদ্দিন (৮০)কে মতলব বাজারস্থ সাকিব ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে ড্রেসিং করেন ডাঃ মোঃ মহিবুর রহমান সাদাত। ড্রেসিং করার সময় এই সেন্টারে রোগীর মৃত্যু হয়।
সরজমিনে গিয়ে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুরে শাহাবুদ্দিন সেলুলাইটিজ রোগ নিয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ রোগীর চিকিৎসক ছিলেন মেডিকেল অফিসার মাহমুদুল হাসান সুমন। এ রোগী সম্পর্কে তার নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, সাকিব ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে রোগীটির অপারেশন করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে আসে। রোগীর অবস্থা বেগতিক দেখে তিনি তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর লোকজন চিকিৎসকের পরামর্শ অমান্য করে তাকে এ হাসপাতালেই রেখে দেয়। রোববার হাসপাতালের ডাক্তার ও নার্সসহ দায়িত্বে থাকা কাউকে না বলেই রোগীর আত্মীয়স্বজন তাকে নিয়ে আবার সাকিব ডায়াগনস্টিক সেন্টারে যায় ড্রেসিং করার জন্য। সেখানে ড্রেসিং করার সময় রোগীর মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাৎক্ষণিক বিষয়টি ধামাচাপা দিতে রোগীর আত্মীয়স্বজনদের ম্যানেজ করার চেষ্টা করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ ব্যাপারে সাকিব ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ মোঃ মহিবুর রহমানের ব্যবহৃত ০১৭১১০৪১২১৩ নম্বরে ফোন করে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলি বলে লাইনটি কেটে দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেএম কামরুল ইসলামের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, যে রোগীটি সাকিব ডায়াগনস্টিক সেন্টারে মারা গেছে এ সম্পর্কে তিনি জানেন না এবং হাসাপাতালে ভর্তি থাকা অবস্থায় কাউকে না বলে চলে যাওয়ার বিষয়টিও তিনি অবহিত নন। তবে এ মৃত্যু সম্পর্কে রোগীর আত্মীয়স্বজনদের যোগাযোগ করেও পাওয়া যায়নি।