মতলব প্রতিনিধি
মতলবের পূর্ব বাইশপুর গ্রামে সিএসবি ব্রিক ফিল্ডে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতরা হলো : মোঃ আবুল কালাম ফরাজী (৪৭), সিপন (২৮), হারুন ফরাজী (৩৭), মোঃ আবুল খায়ের (৪৮), আউয়াল (৪০), ফজলুল হক ফরাজী (৩৯) ও মাসুদ (৪০)। আহতদের মধ্যে ৩জনকে গুরুতর অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল ১৮ ডিসেম্বর সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ব্রিক ফিল্ডের মালিক মোঃ বিল্লাল হোসেন ফরাজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।
আহত সিপন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিপাইকান্দি গ্রামের বজলুর ছেলে মিন্টু, জাহাঙ্গীরের ছেলে স্বাধীন, দেলুর ছেলে সজীব, মোহাম্মদ আলীর ছেলে নবীর, ইসমাইল, সুমন, শাহআলমের ছেলে হোসেন ও নজরুলের ছেলে আপনসহ ১৫/২০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্রিক ফিল্ডে হামলা চালায়। এতে ব্রিক ফিল্ডের ম্যানেজার মাসুদসহ উল্লেখিতরা আহত হয়। ব্রিক ফিল্ডের মালিক বিল্লাল হোসেন ফরাজী জানান, হামলাকারীরা কয়েকদিন যাবৎ ব্রিক ফিল্ডে চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে তারা হামলা করে ব্রিক ফিল্ডের ম্যানেজারের কাছ থেকে নগদ ২ লক্ষাধিক টাকা লুটপাট করে নিয়ে যায়।