রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলায় দীঘলদি জাফরিয়া মাদ্রাসার গত দু‘দিনে ১৩ ছাত্রী পিটি করা অবস্থায় অচেতন হয়ে পরে। অচেতন ছাত্রীদেরকে অন্যান্য ছাত্রীদের সহযোগীতায় নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্স ৭ জন ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৬ ছাত্রীকে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার কর্তৃপক্ষ কোন খোঁজ খবর না নেওয়ায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তিকৃত ছাত্রীদের অভিভাবকরা জানায়, আজ রবিবার ও গত শনিবার সকালে মাদ্রাসার পিটি চলাকালে একের পর এক ছাত্রীরা অচেতন হয়ে মাটিতে লুুিটয়ে পরে। অচেতন ছাত্রীদেরকে শনিবার সকালে সহকর্মী ছাত্রীরা নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্স ৭ জন ও আজ রবিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৬ ছাত্রীকে ভর্তি করানো হয়েছে। ভর্তিকৃতরা হলো নবম শ্রেণীর শান্তা (১৫), নূরজাহান (১৪), তাছলিমা (১৪), ষষ্ট শ্রেণীর পান্না (১২), অষ্টম শ্রেণীর শান্তা (১৩) ও জান্নাত (১৪)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রীদেরকে হাসপাতালের ব্যাডে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায়। এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগটিকে তিনি গনমনস্তাত্বিক সমস্যা বলে ধারনা করেন।
অচেতন ছাত্রীদের অভিভভাবকরা জানায় তাদের নিজস্ব অর্থায়নে সকল ছাত্রীদের চিকিৎসা ব্যায় করানো হচ্ছে। কিন্তু মাদ্রাসার কোন কতৃপক্ষ এ ঘটনায় হাসপাতালে আসেনি।