মতলব দক্ষিণ:
মতলব দক্ষিণে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) এম. রফিকুল ইসলাম।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম রফিকুল ইসলাম।
ইউএনও মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম. এ. শুক্কুর পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু আদনান ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহীদুলস্নাহ ছায়েদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ.কে.এম মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শ্যামল চন্দ্র দাস। মেলায় ফলদ বৃক্ষ সমৃদ্ধ ৭টি স্টল স্থান পেয়েছে।