চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী গ্রামে ৩০ বছরের এক নারী রাতভর গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ওই নারী মতলব দক্ষিণ থানায় বাদি হয়ে নারী শিশু নির্যাতন ৯ এর ৩ ধারায় ৫ ছাত্রলীগ নেতাকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ মামলার আসামী হিসেবে অভিযুক্ত মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন মো.কচি (৩০)কে গ্রেফতার করেছে । অভিযুক্ত বাকি ৪ ধর্ষণকারী হলো ছাত্রলীগ নেতা পট্টি বাবু ও লাল শরিফ তৌসিক ও জামাল প্রধানিয়া। এরা ৪ জন পলাতক।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ধর্ষণের শিকার ওই নারীর স্বামী মো.হোসেন একটি মামলায় গ্রেফতার হলে তাকে জামিন করাতে মতলব উত্তরের তার এক রানা নামে এক আত্মীয় ৩৭ হাজার নিয়ে মতলব কলাদী গ্রামের ওই নারীর বাড়িতে যায়।
এ খবর পেয়ে সোমবার রাত ৯টায় ছাত্রলীগের ওই ৫ নেতা ওই নারীর ঘরে জোর পূর্বক প্রবেশ করে। এ সময় তারা ঘরের ভেতর ঢুকে প্রথমে ওই নারীর সাড়ে ৪ বছরের একটি ছেলে সন্তান,শাশুড়ী ও ছোট ভাইকে ঘরের ভেতর অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। পরে তারা রানার কাছ থেকে ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এবং রানাকে ও ওই নারীকে অশ্লীলভাবে নগ্ন করে ছবি তুলে ও মারধর করে। পরে সারারাতভর ওই ৫ জনের মধ্যে ৩ পলাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। বাকি দুজন এতে সহায়তা করে। ভোরে ধর্ষণকারীরা রানা আরো টাকা দিতে হবে দাবি করে ভয়ভীতি দেখালে রানা টাকা আনার কথা বলে বের হয়ে বিষয়টি মতলব থানা পুলিশকে জানায়।
পরে পুলিশ কৌশলে আজ দুপুরে অভিযুক্ত ছাত্রলীগ নেতা কচিকে গ্রেফতার করে। এবং বাদির ধর্ষণের আলামত সংগ্রহ করে।
মতলব দক্ষিণ থানার ওসি জাহাঙ্গীর আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এবং ধর্ষনের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।