মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে ৮ নভেম্বর রবিবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এর সার্বিক সহযোগিতায়
ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান কে প্রশাসনিক ব্যবস্থায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নিরাপত্তায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ সদস্যগণ।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।