মতলব উত্তর:
মতলব উত্তর থানা পুলিশ কালীপুর বাজারের বেড়ী বাঁধের ইলিয়াছ হার্ডওয়ার দোকানের সামনের রাস্তা থেকে ১৩পিচ ইয়াবাসহ ইয়াবা স¤্রাট মুক্তার হোসেন বেপারী (২৫)নামে মাদক ব্যবসায়ীকে আট করে। মতলব উত্তর থানার এসআই নূর মিয়া সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। মাদক ব্যবসায়ী মুক্তার উত্তর কালীপুর গ্রামের খোরশেদ আলম বেপারীর ছেলে। মুক্তার একাধিকবার ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটককৃত মুক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছ। গতকাল রোববার সকালে আটককৃত মুক্তারকে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাহজাহান জানান, ইয়াবাসহ আটক মুক্তারকে আদালতে রিমান্ড চেয়ে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যাবে তার মাদক ব্যবসায় কারা কারা জোগান দেয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মতলব উত্তর থানা এলাকায় কোন প্রকার মাদক সেবন ও বিক্রি করা যাবে না। মাদকসেবী ও বিক্রেতার জন্য যে সুপারিশ করবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।